শনিবার,১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শেখ হাসিনা ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ

আজ শেখ হাসিনা ভারতে থাকার

বৈধ মেয়াদ শেষ


তীব্র গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় বৈধভাবে তিনি ভারতে ৪৫ দিন থাকতে পারেন। যদিও তার সে পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে।
অর্থাৎ কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে ৪৫ দিন থাকতে পারেন তা পূর্ণ হচ্ছে আজ। এখন প্রশ্ন- তার পরে কী করবে ভারত? রাজনৈতিক মহলে প্রশ্ন, আগামীকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন। এ বিষয়ে গত ১৭ সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর আগে গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন, কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই।
তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? কোনো কোনো মহলের যুক্তি, হয়তো তিব্বতি ধর্মগুরু দালাই লামার মতো ‌‘সাময়িকভাবে’ রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে হাসিনাকে। তবে ভারতে থাকার বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। শেখ হাসিনা দেশ ছাড়ার পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি তোলা হয়, শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার বিচার করতে হবে। ইতিমধ্যে ছাত্র-জনতা হত্যার দায়ে শতাধিক মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে।
জনমনে একটাই প্রশ্ন- কোথায় থাকবে হাসিনা? ভারতই হবে তার আশ্রয়স্থল নাকি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন তিনি? বিষয়টির জন্য অপেক্ষা করা লাগতে পারে আজ রাত পর্যন্ত অথবা আগামীকাল পর্যন্ত। 
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email