সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আদেশের পরের দিনই ৮ ডিসির নিয়োগ বাতিল





নিয়োগ নিয়ে সচিবালয়ে নজিরবিহীন হট্টগোলের পরদিন সদ্য নিয়োগ পাওয়া আট জেলা প্রশাসকের (ডিসি) নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। আজ বুধবার  এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

তিনি জানান, লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, রাজবাড়ি ও শরিয়তপুরের জেলা প্রশাসকদের নিয়োগ বাতিল করা হয়েছে।

নিয়োগ বাতিল হওয়া জেলা প্রশাসকেরা হলেন—তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব সুফিয়া আক্তার রুমী (লক্ষ্মীপুর), বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদার (সিরাজগঞ্জ), আরপিএটিসির উপপরিচালক মনোয়ারা বেগম (রাজবাড়ী), জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান (রাজশাহী), স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আব্দুল আজিজ (শরীয়তপুর), পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. মোবাশশেরুল ইসলাম (দিনাজপুর), বঙ্গবন্ধু হাইটেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের পরিচালক মো. সাইদুজ্জামান (জয়পুরহাট) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলাম (কুষ্টিয়া)।সেই সঙ্গে চার জেলার জেলা প্রশাসকের পদায়ন বদল হয়েছে। টাঙ্গাইল জেলার ডিসিকে পঞ্চগড়ে, নীলফামারীর থেকে টাঙ্গাইলে, নাটোরের ডিসিকে লক্ষ্মীপুরে এবং পঞ্চগড়ের ডিসিকে নীলফামারীতে বদলি করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email