
কবিঃ-ফারজানা আফরোজ
আমিও আছি তাদের দলে
ডুবে আছ বুঝি মেঘের দলে
ভাবনা গুলো কি হারিয়েছে জলে?
থমকে গেল চেনা আকাশ আজি
পথ কি হারিয়েছে পথের বাঁকে?
সীমানা কি হারালো দূর অজানায়?
এপার ওপার হয়েছে ঢেউ।
ধূসর হয়েছে প্রিয় সাঁঝবেলা।
তুমি কি আজ আপন ভোলা?
উড়ছো নাকি পাখির ডানায়?
সংলাপ হারিয়েছে হয়েছে প্রলাপ।
সময় কি আজ আটকা খেয়ালে?
কালক্ষেপন করে সকাল,দুপুর,সন্ধা।
হয়েছ কি আজ একাকি পথিক?
ছন্দপতন হয়েছে শৃঙ্খল নিয়মের।
কোন পলাতক কয়েদির মত,
পালিয়ে বেরাচ্ছ জীবন থেকে।
তবে জেনে রেখ ফেরারি পাখি,
আমিও আছি তাদের দলে।
রাতের মত নিশ্চুপ,নিরব।
মৃত্যুঞ্জয়ী ফিলিস্তিন
ওরা ইহুদি,ওরা অত্যাচারী,ওরা দখলবাজ
ওরা খুনি,ওরা কাফির ওদের হবেই পরাজয়।
জুলুম করে পার পাবে না কেউ
মনে রেখ সকল কাফিরখুনির দল।

পবিত্র ভূমি কেন রণক্ষেত্র?
কারা করল মানুষ খুন?
এদের বিচার হবেই হবে
ভয় নেই তোমার ফিলিস্তিন।
এই মাটি একদিন হবে মুক্ত
শান্তির পতাকা উড়বে সেথা।
মানবতার জয় হবেই হবে
ভেবো না তুমি ফিলিস্তিন।
নতুন গল্প লেখা হবে
লেখা হবে নতুন ইতিহাস।
উঠবে নতুন সূর্য সেথা,
হবেই মুক্ত ফিলিস্তিন।
মরিচীকা সুখ
আলো খুঁজছি বিষন্ন পাতায়
আলো খুঁজছি শ্রাবণের মেঘে
আলো খুঁজছি অলস বিকেলে
আলো খুঁজছি মিছে আশায়।
পথ ভোলা কোন নিঝুম রাতে
মরুর ঝড়ে হঠাৎ হাওয়ায়
ভাসতে ভাসতে দিঘির জলে
পুরোনো কোন গানের সুরে
আলো খুঁজছি অশান্ত হাওয়ায়।
গল্পটা যদিও হয় না শেষ
এরই মাঝে খোঁজা হারানো সুর,
নতুন দিগন্ত হোক না দূর,
মরিচীকা সুখ অধরা থাকুক।
অস্থির
অস্থির জনপদ প্রিয় শহর-গ্রাম
ব্যাস্ত ফুটপাত আর যত অলিগলি।
ধূপছায়া সাঁঝবেলা নেই আর শান্ত
চঞ্চলা মেঘমালা ছুটে চলে সবদিক।
উত্তাল ঢেউগুলো করছে গর্জন,
অশান্ত হাওয়া বয় দিনভর চারিদিক।
গোলক ধাঁধায় পরে পৃথিবীটা ঘুরছে
জটিল হিসাব আজি কিছু নাহি মিলছে।
হলুদ খামেতে উড়ো চিঠি এলো তাই,
এত বুঝি আজকে অস্থির লাগছে।