শনিবার,১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের ভয়াবহ বিস্ফোরণ,আহত ১২ জন

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের ভয়াবহ বিস্ফোরণ,আহত ১২ জন


চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের ভয়াবহ বিস্ফোরণের  ১২ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ির তেঁতুলতলা এলাকায় সমুদ্র উপকূলে অবস্থিত এস এন করপোরেশন শিপ ব্রেকিং ইয়ার্ডের পাম্প রুমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় ১২ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অধিকাংশের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

আহত ১২ জনের মধ্যে ৮ জনের নাম পাওয়া যায়। তারা হলেন, জাহাঙ্গীর (৪৮), আহমেদ উল্লাহ (৩৮), কাশেম (৩৯), শাওন (২০), আলামিন (২৩), কলিমুল (২১), হাবিব (৩৬), বাহার (২৭), এই ইয়ার্ডটি বিশিষ্ট শিল্পপতি শওকত আলী চৌধুরীর।

এস এন করপোরেশনের ম্যানেজার এডমিন ওমর ফারুক বলেন, আমরা পরিবেশের নিয়ম মেনেই জাহাজের কাটিং করি। কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্খিত। আহতদের সু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ কামাল উদ্দিন।



স্থানীয়রা বলেন, বেলা সড়ে ১১টার দিকে বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। স্থানীয় কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না ইয়ার্ড মালিকপক্ষ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email