রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

“অর্পিত দায়িত্ব পালনে অবহেলা করবেন না”–বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

“অর্পিত দায়িত্ব পালনে অবহেলা করবেন না”

বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা



স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না।

সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। নিজেদের ওপর  “অর্পিত দায়িত্ব পালনে অবহেলা করবেন না” সুচারু ভাবে দ্বায়িত্ব পালন করুন।

আজ শনিবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃব্যকালে তিনি এ কথা বলে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব। বিজিবিকে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে কঠোর নির্দেশনা দিয়েছেন।

উপদেষ্টা আরও বলেন, দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে। বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভিডিও টেলি কনফারেন্স (ভিটিসি) এর মাধ্যমে বিজিবির সব রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email