সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

জাপানে  আঘাত আনতে যাচ্ছে টাইফুন শানশান

জাপানে  আঘাত আনতে যাচ্ছে টাইফুন শানশান



জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত আনতে যাচ্ছে শক্তিশালী ঝড় শানশান।আজ বুধবার (২৮ আগস্ট) অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে ঐ অঞ্চলের বেশ কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া টয়োটাসহ বড় কোম্পানিগুলোর কারখানাও বন্ধ করে দেওয়া হয়েছে।রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, শক্তিশালী এই টাইফুন ঘণ্টায় ১৫৭ মাইল বেগে ঝোড়ো হাওয়া নিয়ে দক্ষিণ-পশ্চিমের প্রধান দ্বীপ কিউশুর দিকে ধেয়ে আসছে। তাই বিমান সংস্থা ও রেল অপারেটররা আগামী কয়েক দিনের জন্য কিছু পরিষেবা বাতিল করেছে।জাপানের আবহাওয়া সংস্থা এক জরুরি সতর্কতা বার্তায় উল্লেখ করে, টাইফুন শানশানের ফলে বন্যা, ভূমিধস ও শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে।এটি বেশ কিছু বাড়িঘরও ধ্বংস করতে পারে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email