শনিবার,১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

নেপালের মাটিতে ভারতের বিপক্ষে জয়ের ধ্বনি বাংলাদেশের

নেপালের মাটিতে ভারতের বিপক্ষ

জয়ের ধ্বনি বাংলাদেশের


সাফ অনূর্ধ্ব-২০ আসরে ভারতের বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়েছে বাংলাদেশ। নেপালের মাটিতে ভারতের বিপক্ষে এই জয়ে ফাইনালে উঠে গেছে লাল-সবুজের যুবা প্রতিনিধিরা।আজসোমবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমে গোল করে লিড নেয় বাংলাদেশ। ফাইনালে পথে এক পা বাড়িয়ে দেয় তারা। পরে গোল করে সমতায় ফেরে ভারত অনূর্ধ্ব-২০ ফুটবল দল। এরপর টাইব্রেকারে যায় ম্যাচ। সেখানে ৪-৩ গোলের জয় তুলে নেয় বাংলাদেশ যুবারা।বাংলাদেশের হয়ে ৩৬ মিনিটে গোল করেন আসাদুল মোল্লা। ম্যাচের ৭৫ মিনিটে ওই গোল শোধ করেন ভারত অনূর্ধ্ব-২০ দলের রিকি মেথি হাওবাম। পরে আর গোল না হওয়ায় টাইব্রেকারে যায় ম্যাচ।

টাইব্রেকারে প্রথম শটই মিস করে ভারত। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভুলে যাওয়ার মতো ভুল করে গোল খাওয়া গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দারুণ ক্ষিপ্রতায় লাফিয়ে ফিরিয়ে দেন প্রথম শট। পরের তিন শটেই গোল করে ভারত। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ফুটবলার চার শটের একটিও মিস না করায় উঠে যায় ফাইনালে।

বাংলাদেশ আগামী ২৮ আগস্ট সাফের অনূর্ধ্ব-২০ পর্যায়ের শিরোপা জয়ের লড়াইয়ে নামবে। ফাইনালে ওই ম্যাচে বাংলাদেশ যুবাদের প্রতিদ্বন্দ্বী স্বাগতিক নেপাল। এর আগে গ্রুপ পর্বে এই নেপালের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ।   

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email