বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চমেক অধ্যক্ষের পদত্যাগ দাবীতে অবস্থান কর্মসূচী

চমেক অধ্যক্ষের পদত্যাগ দাবীতে

অবস্থান কর্মসূচী



আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ সাহেনা আক্তার কোটা সংস্কার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নানাভাবে হুমকিও দিয়েছেন।

ছাত্র-জনতার আন্দোলনে ‘বিপক্ষে’ অবস্থান নেওয়ার অভিযোগ তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ সাহেনা আক্তারের পদত্যাগ দাবিতে পঞ্চম দিনের মতো কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

আজ রবিবার (২৫ আগস্ট) অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন তারা। এ সময় দাবি আদায় না হলে ক্লাস বর্জন ও লাগাতার কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ২৩ জানুয়ারি সাহেনা আক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি আবার কলেজটির প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ব্যাপারে জানতে অধ্যক্ষ সাহেনা আক্তারের সঙ্গে ফোনে যোগাযোগ করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email