রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মানবতাবাদী মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী এর ১৫০ তম জন্মবার্ষিকী স্মরণে সভা

মানবতাবাদী মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী এর ১৫০ তম জন্মবার্ষিকী স্মরণে সভা


চট্টল গৌরব সাহিত্যিক সাংবাদিক,শিক্ষাবিদ, বঙ্গীয় আইন পরিষদের সদস্য মানবতাবাদী মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী এর ১৫০ তম জন্মবার্ষিকী স্মরণে সেমিনার চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আলহাজ্ব মোহাম্মদ আলী কুসুমপুরী সভাপতিত্বে,চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র এর সভাপতি লেখক গবেষক ইতিহাসবিদ সোহেল মোঃ ফখরুদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি প্রখ্যাত শিক্ষাবিদ লেখক লায়ন অধ্যক্ষ ড , মোঃ সানাউল্লাহ,, উদ্বোধক চট্টগ্রাম উন্নয়ন ফোরাম এর মহাসচিব, লেখক মোঃ কামাল উদ্দিন, মূখ্য আলোচক লায়ন ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া,, বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব লেখক, নির্বানা ম্যাগাজিনের সম্পাদক, গবেষক ড,সবুজ বড়ুয়া শুভ, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি, সাংবাদিক, শতাধিক বইয়ের লেখক কবি মাহমুদুল হাসান নিজামী,,আহামদ হোসেন মাষ্টার,রাজনৈতিক ব্যক্তিত্ব রাজু আহমেদ। বক্তব্য রাখেন স্বভাব কবি আলমগীর হোসেন, কবি উদ্দীন মাষ্টার, অনর্গলবর্ষী বক্তা হানিফ মান্নান, সজল দে,দেলোয়ার হোসেন মানিক,মৌলানা জুনাইদ আহমেদ, অধ্যাপক নজরুল গবেষক ওসমান জাহাঙ্গীর, সাংবাদিক সম জিয়া প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email