
হকারদের জমিন না মন্জুর করে জেল
হাজতে পাঠানো কারনে স্কপ চট্টগ্রাম এর
তীব্র প্রতিবাদ ও নিন্দা
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রাম, এর আহবায়ক ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মু,সফর আলী, যুগ্ম-আহবায়ক ও ট্রেড ইউনিয়ন সংঘের চট্টগ্রাম জেলা কমিটির আহবায়ক খুরশিদ আলম, এবং যুগ্ম-আহবায়ক ও বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল এক যৌথ বিবৃতিতে গতকাল হকার নেতৃবৃন্দের জামিন বাতিল করে জেল কাস্টডিতে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,চট্টগ্রাম শহরের রাস্তা ও ফুটপাতে শৃংখলা ফিরিয়ে আনার জন্য সিটি কর্পোরেশন উদ্যোগ গ্রহন করেছে। দরিদ্র নিন্মবিত্তের শ্রমজীবী মানুষেরা তাদের জীবনধারনের প্রায় সকল সামগ্রীই ফুটপাতের বাজার থেকে সংগ্রহ করে।
ফুটপাতে যারা দ্রব্যসামগ্রী বিক্রি করে তারাও দরিদ্র নিম্নবিত্তের শ্রমজীবী মানুষ। তাই দেখা যাচ্ছে ফুটপাত ও রাস্তার শৃংখলা ফিরিয়ে আনার প্রথম বলি হচ্ছে শ্রমজীবী মানুষেরা।
দরিদ্র হকারদের পূর্নবাসনের কোন উদ্যোগ না নিয়ে উচ্ছেদ ও জেল জরিমানায় তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যহত হচ্ছে।
গত মার্চ মাসে সিটি কর্পোরেশন হকারদের উচ্ছেদের কাজ শুরু করলে স্বাভাবিক প্রতিক্রিয়ায় হকারগন বাধা দেয়। এর ফলে সিটি কর্পোরেশন ও পুলিশ বাদী হয়ে হকার নেতৃবৃন্দের নামে দুইটি মামলা করেন।
পুলিশি তৎপরতায় নেতৃবৃন্দের জীবন দুর্বিষহ হয়ে উঠলে কোন উপায় না পেয়ে ভূক্তভোগীরা হাইকোর্ট থেকে জামিন আনেন।
গত ১৪ মে তারিখে ভূক্তভোগীরা চট্টগ্রাম আদালতে হাজির হলে তাদের জামিন বাতিল করে জেল কাস্টডিতে পাঠানো হয়।দিনে এনে দিনে খাওয়া মানুষগুলো জেল কাস্টডিতে যাওয়ায় তাদের পরিবার পরিজন অবর্ণনীয় দূর্দশায় দিন যাপন করছে।
চট্টগ্রাম শহরের উন্নয়ন ও পরিচ্ছন্ন করার সরকারি উদ্যোগের জন্য শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) সাধুবাদ জানালেও এই কাজের আড়ালে শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকা নিয়ে ছিনিমিনি খেলার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
দরিদ্র হকারদের পূর্নবাসনের বিকল্প ব্যবস্থা না করে তাদের উচ্ছেদ করা যাবেনা। জেল কাস্টডিতে পাঠানো হকার নেতৃবৃন্দের আশু জামিনের ব্যবস্থা করতে হবে।
