রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কবি ও কবিতা —-(গৌতম বুদ্ধ) স্বর্ণা তালুকদার

গৌতম বুদ্ধ

স্বর্ণা তালুকদার

 

শান্তি প্রতিষ্ঠায় অনন্য দিকনির্দেশনায়
মৈত্রী করুণাায় বৌদ্ধ ধর্ম সর্বজনীনতা
অহিংসা করুণার দ্বারা বৌদ্ধ ধর্ম
রাজপুত্র হয়ে বিসর্জন দিলেন বিত্ত বৈভব
অাগে মানবতা পরে ধর্ম
জাত কুল শ্রেনী বৈষম্য করলেন অবসান
করিলেন বজ্রাসন, ধ্যান সমাধি বিদর্শন
গৌতম বুদ্ধ করলেন সত্যের অন্বেষণ
জীবনকে করলেন দূর্লভ জীবন।।
অন্ধ বিশ্বাস জাতি ভেদাভেদ সংঘাত
দূর করে করলেন মুক্তির অন্বেষণ
উজ্জ্বল দৃষ্টান্ত তুমি জানি
বুদ্ধনীতি প্রচারিলে সত্যবাণী
জন্মেছিলে পুণ্যময় বৈশাখি তিথিতে শুভক্ষণে
মহামায়ার গর্ভে পবিত্র ত্রি-স্মৃতি বিজরিত
লুম্বিনী কাননে।।
এমন শুভ দিনে দেবতাদের জয়গানে
অাকাশ বাতাস মুখরিত হলো
বৈশাখি তিথিতে করলেন বুদ্ধত্ব লাভ
সকলের সাধুবাদ দানে জগৎ পূজনীয়
এই শুভ দিনে করলেন বুদ্ধ মহাপরিনির্বাণ।।
শুভ দিনে সবাই গায় বুদ্ধের জয়গান।
শ্রদ্ধাচিত্তে করি সিদ্ধার্থ গৌতম বুদ্ধের স্মরণ।।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email