
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স দেশের শ্রমজীবী জনগোষ্টির জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বিল্স-এর চলমান কার্যক্রমের অংশ হিসাবে বিল্স কর্মকর্তা ও স্থানীয় ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা গত ৩১ মার্চ নগরীর আগ্রবাদস্থ চট্টগ্রাম কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক শিপন চৌধুরী। মতবিনিময়ের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন বিল্স কর্মকর্তা পাহাড়ী ভট্টাচার্য। সভায় আলোচনায় অংশ নেন বিল্স-এর রিজওয়ানুর রহমান খান, ফজলুল কবির মিন্টু, বিল্স-সহযোগি বিভিন্ন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পক্ষে জাতীয় শ্রমিক লীগের উজ্জ্বল বিশ্বাস, বিএলএফ-এর রবিউল হক শিমূল, বিএফটিইউসি- র কে এম শহীদউল্লাহ, বিজেএসডি-র মা. আলী ও এডভোকেট মো. ইকবাল হোসেন, জেএসজে-র লুৎফুন্নাহার সোনিয়া প্রমূখ।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, প্রতিবছর তৈরী পোষাক শিল্পসহ অপাতিষ্ঠানিক শ্রম খাতে কর্মরত শ্রমিকদের ঈদের আগে বকেয়া বেতন-ভাতা, ওভারটাইম ও পাওনাদি প্রদানে মালিকপক্ষ নানা টাল বাহানা, গড়িমসি করে। এতে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ঈদ উদ্যাপনে ব্যর্থ হয়। বক্তারা এবছর ঈদের আগে শ্রমিকদের সকল পাওনা পরিশোধের জোর দাবী জানিয়ে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনকে এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।