
চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রীসেবায় লায়ন্স ক্লাব
অব চিটাগাং রোদসী’র ওয়েটিং বেঞ্চ প্রদান
মহানগর চট্টগ্রাম প্রতিনিধিঃ- লায়ন্স ক্লাব অব চিটাগাং রোদসীর উদ্যোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রীসেবায় ওয়েটিং বেঞ্চ প্রদান অনুষ্ঠান ক্লাব প্রেসিডেন্ট লায়ন ড. শ্রীরাম আচার্য্যের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন নাসিমা আক্তারের সঞ্চালনায় ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান। অতিথি ছিলেন সহকারি বাণিজ্যিক কর্মকর্তা মেহেদী হাসান, সহকারি বাণিজ্যিক কর্মকর্তা সাহাদাত হাসান, স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী, স্টেশন মাস্টার জাফর আলম, স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম, কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন আসিফ উদ্দিন ভূঁইয়া, রেজিওন চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ এমজেএফ, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন অশোক কুমার নাথ, ক্লাব প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট লায়ন হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন সুজিত কুমার দাশ, প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার এ.টি.এম সেলিম রেজা, প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন কবিতা রাণী শর্মা, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন দেবাশীষ দাশ, ক্লাব ট্রেজারার লায়ন ইঞ্জিনিয়ার অপু কুমার দাশ, জয়েন্ট ট্রেজারার লায়ন উত্তম কুমার মজুমদার, মার্কেটিং এন্ড কমিউনিউকেশন চেয়ারপার্সন লায়ন সম্পদ দে, ডাইরেক্টর লায়ন রণধীর চৌধুরী ভুলন, লায়ন রোজী দাশ। বক্তব্য রাখেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারী লায়ন তাপস কুমার নন্দী। অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়নিজমের মূল মন্ত্র হচ্ছে মানুসের সেবা করা। লায়নিজমের সেবার পতাকাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেবার লক্ষ্যে জেলা গভর্নর লায়ন এম.ডি.এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ এর ডাক ‘শান্তি ও সমৃদ্ধির অন্বেষায়’ বাস্তবায়নে বিভিন্ন ক্লাব অসংখ্য সেবাকার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তারই ধারাবাহিতকায় অক্টোবর সেবামাস উদযাপনকল্পে চট্টগ্রাম রেল স্টেশন চট্টগ্রামে যাত্রীসেবায় ওয়েটিং বেঞ্চ প্রদান করা হয়।
নিউজটি পড়েছেন : ৩৩৫