সোমবার,২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক খবরঃ- ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে ভ্রমন করতে পারবেন ইসরায়েলি জনগণ 

ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে ভ্রমন করতে পারবেন ইসরায়েলি জনগণ

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলিদের যুক্তরাষ্ট্রে ভিসামুক্ত প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়টি গত ২৭ সেপ্টেম্বর জানিয়েছিল যুক্তরাষ্ট্র। যা ৩০ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে গত ৭ অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যেই সিদ্ধান্তটি কার্যকর করেছে বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই ইসরায়েলিদের ভিসামুক্ত ভ্রমণের সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।ইতোমধ্যে ইসরায়েলিদের কাছ থেকে আবেদনও নেওয়া শুরু হয়ে গেছে।একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এ ভিসামুক্ত ভ্রমণ করবে ইসরাইলিরা। যুক্তরাষ্ট্রে যাওয়ার সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে দেশটির ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশনে (ইএসটিএ) আবেদন করতে হবে ইসরায়েলিদের। ইএসটিএ এমন এটি ব্যবস্থা যার মাধ্যমে কোনো দেশের নাগরিক ভিসা ছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণের যোগ্য কি না, তা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হয়।  

আবেদনকারী ইসরায়েলি নাগরিকের অবশ্যই বায়োমেট্রিক পাসপোর্ট থাকতে হবে এবং ৯০ দিনের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করা যাবে না। আবেদনের ফি ধরা হয়েছে ২১ ডলার।  

আর ১৮ বছরের বেশি বয়সি যেসব ইসরায়েলির বায়োমেট্রিক পাসপোর্ট নেই, তারা ইএসটিএর মাধ্যমে আবেদন করতে পারবেন না।  এছাড়া ইএসটিএ থেকে প্রত্যাখ্যাত পাসপোর্টধারী ইসরায়েলিরা সাধারণ ভিসার জন্য আবেদন করতে হবে।  

আর যেসব ইসরায়েলির যুক্তরাষ্ট্রের ভিসা আছে, তারা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ওই ভিসার আওতায় দেশটিতে ভ্রমণ করতে পারবেন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email