
রাউজানস্থ পাচঁখাইন জন্মজাত বীর মুক্তিযোদ্ধা বোধিসত্ব বড়ুয়া আর আমাদের মাঝে নেই 
মোহাম্মদ আব্দুল্লাহ
রাউজান চট্টগ্রাম প্রতিনিধিঃ- চট্টগ্রামস্থ রত্নগর্ভা রাউজান এর পাঁচখাইন গ্রামের সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সভার ২০তম সংঘনায়ক প্রয়াত সুমনতিষ্য মহাথের মহোদয়ের উত্তরসূরী, পাঁচখাইন সার্বজনীন অমরানন্দ কেন্দ্রীয় বিহার পরিচালনা কমিটির প্রাক্তন সফল সভাপতি ,সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ম্যানেজার,রাউজান পল্লী বিদ্যুত সমিতির সাবেক চেয়ারম্যান, সদালাপী নিরহংকারী, আমেরিকা প্রবাসী,আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক বোধিসত্ব বড়ুয়া আজ কিংস কাউন্টি হসপিটাল, নিউইয়র্ক, আমেরিকায় পরলোক গমন করেন।প্রয়াতের নাতির প্রদত্ত তথ্য মতে, প্রয়াত বোধিসত্ব বড়ুয়ার জন্ম সাল আনুমানিক ১৯৩৭। সেই সুত্র মতে মৃত্যুকালে তার বয়স ৮৭ বছর। মৃত্যুর সময় আনুমানিক (নিউইয়র্ক স্থানীয় সময়) সকাল ১১ টা ১৫মি।
নিউজটি পড়েছেন : ২১৬