
বাংলাদেশ ইনিস্টিটউট অব লেবার স্টাডিজ-বিলস
এর উদ্দ্যোগে নগরীর রৌফাবাদ স্বাস্থ্য ক্যাম্প উদ্ভোধন 
সিমলা সেন
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ– বিলস্ এল আর এস সি চট্টগ্রাম এর চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হীত ছিলেন, বিলস্ এর মহাসচিব জাতীয় ও আন্তজাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্হায়ী কমিটির সদস্য জননেতা নজরুল ইসলাম খান
বিশেষ অতিথি হিসাবে উপস্হীত ছিলেন বিলস্ এর ভাইছ চেয়ারম্যান ও মুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া ও বিলস্ নির্বাহী কমিটির সদস্য,বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ কেন্দ্রয়ী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল বিএলএফ মহানগর কমিটির সভাপতি, জেলা বিএলএফ এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া, বিএলএফ বায়জিদ থানা কমিটির সভাপতি জসিম উদ্দিন বিলস্ কর্মকর্তা রেজোয়ানুর রহমান খান, পাহাড়ি ভট্টাচার্য,
স্কপ নেতা শাহিন,ইফতেখার, স্বপন, বিপ্লব প্রমুখ।