
ব্রাক্ষনবাড়ীয়া বিশ্ব রোডের নিত্য দিনের যানজট
সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ-ব্রাক্ষনবাড়ীয়া জেলা সরাইল উপজেলার খাঁটি হাতা বিশ্বরোডের নিত্যদিনের যানজটের রাস্তা। বিশ্বরোড আব্দুল কুদ্দুস মাখন গোলচও্বের উত্তর পাশে মেইন সড়কে বড় বড় দুটি গতের কারনে প্রতিদিন দূরপাল্লার বাস চলাচলে দুঘটনা ঘটছে। ঢাকা – সিলেট,কুমিল্লা,, ভৈরব, চট্টগ্রাম, নোয়াখালী, সহ বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলার সাথে ঐ বিশ্বরোড দিয়ে যাতায়াত করেন ।ব্রাক্ষনবাড়ীয়া জেলার বিভিন্ন উপজেলার সাথে একমাত্র যোগাযোগ করায় মহাসড়ক ও সংযোগ রাস্তাটির বেহালদশা।জনবহুল ও ব্যস্ততম মহাসড়কটি আশুগঞ্জ – আখাউড়া স্থলবন্দরের চার লেনের উন্নয়ন মৃলক কাজ চলমান। ব্রাক্ষনবাড়ীয়া জেলার প্রতিটি উপজেলার জনসাধারণ যেমন “নাসিরনগর, সরাইল,বিজয়নগর, আশুগঞ্জ, মাধবপুর লোক জন এই চার লেনের এই রাস্তা টি দিয়ে ব্রাক্ষনবাড়ীয়া সদরের আসতে হয়।এই যানজটে কারণে, লোকজন অফিস- ও জরুরী সেবা থেকে বঞ্চিত হয় ব্রাক্ষনবাড়ীয়া জেলায় চিকিৎসা সেবা ও কোট কাচারীতে এসে যানজটে কারণে ভোগান্তির শিকার হতে হয়, অথবা উন্নত চিকিৎসার জন্য ব্রাক্ষনবাড়ীয়া থেকে ঢাকা যাওয়ার পথে রাস্তায় দুঘটনা ও ঘটে। তাই এই বিশ্বরোডের যানজটের নিরসনে স্হানীয় ও উপস্হত সকলের কাছে অাকুল আবেদন করেন ভোগন্তগরীরা।