মঙ্গলবার,২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম মেডিকেল কলেজ গেটের সামনে ঔষধের বাজারে নৈরাজ্য, জরিমানা ১ লাখ ২০ হাজার, জব্দ ২ লাখ টাকার অনিবন্ধিত ঔষধ 

চট্টগ্রাম মেডিকেল কলেজ গেটের সামনে ঔষধের বাজারে নৈরাজ্য, জরিমানা ১ লাখ ২০ হাজার, জব্দ ২ লাখ টাকার অনিবন্ধিত ঔষধ

নিউজ ডেক্স  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের গেটের সামনে আজ বিকালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর। অভিযান চালানোর আগে সেখানে যান জেলা প্রশাসন এর কয়েকজন কর্মচারী। কোন ঔষধের দোকানে তখন ডেঙ্গু রোগীর জন্য অতি জরুরি ডিএনএস স্যালাইন পাওয়া যায় নি। কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত। তখন সকল দোকানেই পর্যাপ্ত পরিমাণ স্যালাইন পাওয়া যায়। মূলত স্যালাইন এর কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে চাইছে একটি সিন্ডিকেট। এছাড়া চারটি ফার্মেসী থেকে আনুমানিক প্রায় ২ লাখ টাকার অনিবন্ধিত ঔষধ জব্দ করা হয়। এসময় সাহান মেডিকোতে ২০ হাজার, সবুজ ফার্মেসীকে ১০ হাজার, ইমন মেডিকেল হলকে ২০ হাজার এবং পপুলার মেডিসিন কর্ণারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভান্ডারি হোটেল এবং আল মঞ্জুর হোটেলকে ময়লা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ঔষধ প্রশাসন অধিদপ্তর এর সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফীন এবং পাচলাইশ থানার সাব ইন্সপেক্টর জাকির হোসেন অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email