বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বাউফলে আওয়ামী লীগের উদ্যোগে ব্যতিক্রম ধর্মী শোক দিবস উদযাপন

বাউফলে আওয়ামী লীগের উদ্যোগে ব্যতিক্রম ধর্মী শোক দিবস উদযাপন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষার্থীর উপস্থিতিতে বাউফল উপজেলা আওয়ামী লীগ কতৃক জাতীয় শোক দিবস পালিত হয়, ২৬ আগষ্ট শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি,তিনি তার বক্তব্য বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি জন্ম না নিলে বাংলাদেশ স্বাধীন হতো না, আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ফিরে পেতাম না, তিনি১৫ ই আগস্ট সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন, আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার মান উন্নয়নের জন্য সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের আহ্বান জানান,দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই, আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানান , অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য রায়হান সাকিব, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার, বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম নিশু, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির মোল্লা প্রমুখ, সারাদিনব্যাপী শোক দিবস পালন অনুষ্ঠানে প্রাথমিক- মাধ্যমিক – মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীদের জন্য হাম দ- নাথ,বঙ্গবন্ধুকে নিয়ে রচনা, কবিতা আবৃতি ও গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে বাউফল উপজেলার সকল পর্যায়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email