রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

“প্রকৃতি”  ——–জিতেন্দ্র লাল বড়ুয়া।

“প্রকৃতি” 
-জিতেন্দ্র লাল বড়ুয়া।

এ কেমন নিষ্ঠুর প্রকৃতি
হয়েছে আজ বিমুখ,
অরণ্য বিনাশ করেছে মানব
কোথায় পাবে সুখ।

অত্যাচার আর অনাচারের
ফল হলো করোনা,
প্রকৃতিরই প্রতিশোধ এবার
ভেবে দেখোনা।

স্রষ্টার অপুর্ব সৃষ্টি
বুঝতে হবে সবার,
পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে
বুঝে নিও আবার।

প্রকৃতি বাঁচাও দেশ বাঁচাও
হউক না মোদের মূলমন্ত্র,
দেশে আবার ভূমিদস্যুরা
করছে নানান ষড়যন্ত্র।

চিন্তা চেতনায় মনীষীরা
বলে গেছেন যেই কথা,
মাটিও মানুষের রয়েছে
প্রকৃতির উপর নির্ভরতা।

প্রকৃতিকে ভালোবাসবো
পণ করবো মোরা,
জাগ্রত হউক মানবতা
রক্ষা করবো ধরা।

পরিবেশ বাঁচাতে আমরা
দৃঢ় প্রতিজ্ঞ হবো,
আধুনিক সভ্যতা গড়তে
সবুজ বিপ্লব ঘটাবো।
—————–

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email