শুক্রবার,২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সদ্য প্রয়াত প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়ার অন্তিম শ্রদ্ধাঞ্জলির পরিক্রমা 

সদ্য প্রয়াত প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়ার অন্তিম শ্রদ্ধাঞ্জলির পরিক্রমা

যেতে নাহি দিব হায়-তবু যেতে দিতে হয় -তবু চলে যায়

একুশে পদক প্রাপ্ত, পদার্থ বিজ্ঞানী, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব, চবি পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের প্রধান উপদেষ্টা সম্পাদক প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ১৭ আগস্ট রাত পৌনে ১ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ।মৃত্যুকালে  তাঁর বয়স ছিল ৭৯ বছর। মৃত্যুকালে তিনি দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে যান। তিনি রাউজানের উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামের কৃতী সন্তান। তাঁর মৃত্যুতে সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা কমলাপুর ধর্মরাজিক বিহার হতে আগামী ১৯ আগস্ট ২৩ইং শনিবার আনুমানিক সকাল ৮/৯ ঘঠিকায় চট্টগ্রাম কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহারে অবস্থান করে সার্বজনীন শ্রদ্ধা  নিমিত্তে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে আনুমানিক ১০-১২ ঘঠিকায় আনীত হইবে।প্রয়াতের ২য় শোকসভা কাতালগঞ্জস্থ নব পন্ডিত বিহারে ১ ঘঠিকায় আরম্ভ হবে এবং সন্ধ্যায়  প্রয়াতের নিজ গ্রামের বাড়ি আবুরখিলে নিয়ে যাওয়া হবে। ৩য় ও শেষ  অন্ত্যেষ্টিক্রিয়াটি ২০ আগস্ট রবিবার বেলা ১ ঘঠিকায় রাউজানের নিজ গ্রাম আবুরখীলে অনুষ্ঠিত হবে এবং দাহ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email