
চট্টগ্রামের আনোয়ারাস্থ পূর্ব বরৈয়া গ্রামের বেলাল সড়কের বেহালদশা
মনির হোসেন
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিদিনঃ-চট্টগ্রামের ৫থেকে ৭বছর অতিবাহিত হওয়ায়র পরেও সমাপ্তি হলো না পূর্ব বরৈয়া গ্রামের বেলাল সড়কের বেহালদশা। যাতায়াত সড়কের কাজ, নাম প্রকাশ করতে অনিচ্ছুক সাধারণ মানুষ থেকে শুরু করে সুশীল সমাজ জ্ঞানী গুণী ব্যক্তিবর্গরা সাংবাদিকদের বলেন দীর্ঘ ৫ থেকে ৭বছর অতিবাহিত হওয়ার পরেও কেন সমাপ্তি হচ্ছেনা পূর্ব বরৈয়া গ্রামের বেলাল সড়কের কাজ, সাধারণ মানুষ আরো বলেন সড়কের কাজ সম্পন্ন না হওয়াতে ভয়াবহ রুপ অবস্থা জনদুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ, ওই সড়কের সাধারণ ড্রাইভার শ্রমিকরা বলেন সড়কের কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে আমাদের অটোরিক্সা সিএনজি গাড়ি থেকে শুরু করে সকল ধরনের যানবাহনেরও দুর্যোগ পরিস্থিতিতে এবং মাসে ২০ থেকে ২৫ দিন গাড়িতে করতে হয় মেকানিক্যাল কাজ। তাই মাননীয় প্রধানমন্ত্রী ও আনোয়ারা উপজেলা দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আবেদন যাতে অত্র সড়কের অসমাপ্তি কাজ দ্রুত সমাপ্তি করেন।