
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮-তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কুয়াইশ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ
নয়ন বড়ুয়া
হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ-আজ ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮-তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কুয়াইশ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, বোর্ড সদস্য মোঃ ফারুক, প্রকৌশলী মুনির উদ্দিন আহমদ, চউক সচিব মোহাম্মদ মিনহাজুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ,এ,এম, হাবিবুর রহমানসহ সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে সিডিএ চেয়ারম্যান একটি ফলদ গাছ রোপণ করেন। বাদে যোহর সিডিএ মেহেদীবাগ জামে মসজিদে কোরআন খতম ও বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
নিউজটি পড়েছেন : ১৮৩