
দীনেশ চন্দ্র সেন’ স্মৃতি স্বর্ণ পদকে ভূষিত হন দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ব্যাংকার লায়ন দুলাল কান্তি বড়ুয়া 
জমির উদ্দিন
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ-সম্প্রতি শরৎচন্দ্র বাসভবনে অনুষ্ঠিত হয়ে আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি,ভারত এর পক্ষ থেকে ‘দীনেশচন্দ্র সেন’ স্মৃতি স্বর্ণ পদক-২০২৩,‘মৈমনসিংহ গীতিকা’র’ শতবর্ষ উপলক্ষে দীনেশ-রবীন্দ্র পত্র সম্মাননা-২০২৩ ও ‘বিশ্ব ভাতৃত্ব’ সম্মাননা-২০২৩। ‘দীনেশচন্দ্র সেন’ স্মৃতি স্বর্ণ পদকে ভূষিত হন চট্টগ্রাম বাংলাদেশের বিশিষ্ট সমাজ সেবক,লায়ন দুলাল কান্তি বড়ুয়া,’দীনেশ-রবীন্দ্র পত্র’ সম্মাননা পান রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষিকা মিনতি দত্ত মিশ্র,বিশিষ্ট সাহিত্যিক অলক মণ্ডল, বিশিষ্ট প্রাবন্ধিক,গবেষক গৌতমকুমার দে, ও ‘বিশ্ব ভাতৃত্ব সম্মাননা’ পান কবি,সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক,ডঃ সমীর শীল, ডি.লিট।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন আই,পি,এস সন্ধি মুখার্জী, অধ্যাপিকা জবা মুখার্জী,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌতম দে, প্রতিষ্ঠিত লোকসংস্কৃতিবিদ অধ্যাপক ড.সৌগত চট্টোপাধ্যায় ও আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি,ভারত এর যুগ্ম সম্পাদক চন্দন সেন ও দেবকন্যা সেন সহ আরও অনেকে।