সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

“চট্টগ্রামে আলকরন এলাকায় ভেজাল ও নিষিদ্ধ প্রশাধনী সামগ্রীর গোডাউন হতে ৫ লাখ টাকার মাল জব্দ ও ২৫ টাকা জরিমানা

“চট্টগ্রামে আলকরন এলাকায় ভেজাল ও নিষিদ্ধ প্রশাধনী সামগ্রীর গোডাউন হতে ৫ লাখ টাকার মাল জব্দ ও ২৫ টাকা জরিমানা

চট্টগ্রামে আলকরন এলাকায় ভেজাল ও নিষিদ্ধ প্রশাধনী সামগ্রীর গোডাউন, ডেলিভারিম্যানকে ২৫ টাকা জরিমানা, ৫ লাখ টাকার মাল জব্দ।”

 নিউজ ডেক্সঃ– আজ চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন আলকরন এলাকায় ১ নং গলিতে একটি আবাসিক ভবনের ৩য় তলায় সম্পূর্ণ ভেজাল ও বিক্রয় নিষিদ্ধ প্রশাধনী সামগ্রীর একটি গোডাউনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বিএসটিআই। আনজুমান আরা নামের এক মহিলা ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইউনিক মার্ট নাম দিয়ে এসকল ভেজাল পণ্য বিক্রয় করে ভোক্তাদের সাথে দীর্ঘদিন প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালায় জেলা প্রশাসন। এসময় মূল মালিক আনজুমান আরা না থাকলেও হাতে নাতে আটক করা হয় উক্ত প্রতিষ্ঠান এর ম্যানেজার মঈনুদ্দিন আকবরকে।
অভিযানে উক্ত গোডাউন থেকে বিভিন্ন নামীদামী ব্রান্ডের (গার্নিয়ার, পন্ডস, ডাবর, ইমামি, হুদা বিউটি) বিপুল পরিমাণ ফেস ওয়াস, স্কীন ক্রিম, শ্যাম্পু, হেয়ার ওয়েল, ফেস প্যাক, মেহেদী, সানস ক্রিম, ম্যাসাজ ক্রিম, আইলাইনার, ফেস পাউডার, স্কার্ভি রোগের জন্য ভিটামিন সি এর ইনজেকশন জব্দ করা হয়। এছাড়া হাইড্রোকুইনিন ও মার্কারি এর অধিক উপস্থিতির কারণে বিক্রয় নিষিদ্ধ 4K Plus ক্রিম জব্দ করা হয়। নিম স্কীন ম্যাসাজ ক্রিম এবং কাবেরী নামের দুটি ফেস ক্রিমে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই ভুয়া লোগো ব্যবহার করা হয়েছে।অধিকাংশ পণ্যের গায়ে উৎপাদন এর তারিখ, মেয়াদ ও মূল্য ছিল না। এসকল অপরাধে আটক মঈনুদ্দিন আকবরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ করা হয়। জেলা প্রশাসন চট্টগ্রাম এর পক্ষে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email