
অগ্নি অনশ্বর
আশীষ সেন
বুকে মিশে থাকো উচ্চারণ করো
কিছু কষ্ট কিছু ব্যথা থরো থরো।
প্রতিটি অক্ষর অগ্নি অনশ্বর
বুকে আঁচ তোলো ক্রমে কু- গড়ো।
দুবির্নীত কণ্ঠস্বর
আশীষ সেন
প্রতিবাদ প্রতিবার ব্যর্থ ব্যর্থ হ’লো?
চক্ষু তুলে নাও, চোখের জলের ধারা
রক্থ লিপ্ত হ’লো
বক্ষ দীর্ণ করো, বুকের রুধির ধারা
আরো লাল হ’লো
কখনো মরিনা, মাটিতেও মিশছি না
খাঁচার গুহায় বাস, বন্দী পাখিও না
আগুন না, নেভালেও নিভছি না
দুবির্নীত কণ্ঠস্বর আমার ঠিকানা
নিউজটি পড়েছেন : ২০০