
বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে জেলা প্রশাসনের ত্রাণ তৎপরতা অব্যাহত
শিমুল চৌধুরী
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ-আজ ১২আগষ্ট বিকাল ৫:০০ ঘটিকায় চট্টগ্রাম সিটি করপোরেশন এর ৭ নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় বন্যায় ক্ষতগ্রস্থ ১০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর নির্দেশে চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিম জেলা প্রশাসক মহোদয়কে বন্যা কবলিত এ মানুষদের বিষয়ে জানান। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসেন।
মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী পেয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিম ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মহিলা কাউন্সিলর এ সময় উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের বন্যাকবলিত মহানগর ও সকল উপজেলায় জেলা প্রশাসনের ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।
নিউজটি পড়েছেন : ২০৮