মঙ্গলবার,২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষিকা মিসেস গীতা শর্মার অকাল মৃত্যুতে বোয়ালখালীর শিক্ষিত সমাজের শোক প্রকাশ 

শিক্ষিকা মিসেস গীতা শর্মার অকাল মৃত্যুতে বোয়ালখালীর শিক্ষিত সমাজের শোক প্রকাশ 

 

শংকর চৌধুরী

বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ– আজ ১০ আগষ্ট, ২০২৩ খ্রিঃ ভোর রাতে বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ বাবু অরুণ শর্মার সহধর্মিণী এবং কক্সবাজার সদরের নির্বাচন কমিশনার মি. শিমুল শর্মার গর্ভধারিণী মাতা, মেধাবী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মিসেস গীতা শর্মার অকাল মৃত্যুতে বোয়ালখালীর শিক্ষিত সমাজ শোক প্রকাশ করেন। তিনি বোয়ালখালীর কয়েকটি স্কুলে শিক্ষকতা করেছেন, সর্বশেষ শাকপুরা শ্রীঅরবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অসুস্থতার কারণে অবসর গ্রহণ করেন। উনার মেয়ে আঁকি শর্মাও এই স্কুলে শিক্ষকতা করেছেন।
তিনি ছিলেন একজন মেধাবী শিক্ষিকা, শিক্ষার্থীদেরকে আন্তরিকতা দিয়ে পাঠদান করতেন , ভালো ইংরেজি-বাংলাসহ সব বিষয়ে পারদর্শী ছিলেন। উনার অকাল মৃত্যুতে , উনার কাছ থেকে যারা শিক্ষা গ্রহণ করেছেন সেই শিক্ষার্থীরা সকলে এবং অভিভাবকরাও শোক প্রকাশ করেছেন। উনার আত্মার শান্তি ও সদ্গতি কামনা করি উনার পরিবারের প্রতি সমবেদনা জানাছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email