সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

তিন  বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাইফুল আলম চৌধুরী’ক গ্রেফতার 

তিন  বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাইফুল আলম চৌধুরী’ক গ্রেফতার 

গত ২০১৮ সালে বেপরোয়াভাবে গাড়ী চালিয়ে হত্যা এবং গুরুত্বর আহত করার দায়ে আসামী সাইফুল আলম চৌধুরী এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় মামলা নং-৩১(০৫)২০১৮ ধারা ৩০৪/৩৩৮ পেনাল ১৮৬০ রুজু হয়। মামলা দায়েরের পর হতে আসামী সাইফুল আলম চৌধুরী আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামী সাইফুল আলম চৌধুরী এর অনুপস্থিতিতে ০৩ সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
 বর্ণিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত  মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইফুল আলম চৌধুরী চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন মিঠাছড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে   র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ৩১ জুলাই ২০২৩ ইং তারিখ বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী সাইফুল আলম চৌধুরী (৫৫), পিতা-মোঃ তাজুল ইসলাম, সাং-মধ্যম সাহের খালী, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলায় ০৩ সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ০৫ বছর যাবৎ চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email