
ডিআরসি ও ব্র্যাকের সহায়তা গাড়ির চাকায় স্বপ্ন দেখছেন বিদেশ ফেরত কামাল
ডেক্স নিউজঃ- নিজের গাড়িতে নতুন করে জীবন শুরুর স্বপ্ন ডেনমার্ক ফেরত মো. কামাল হোসেন। ২৭ জুলাই বৃহষ্পতিবার বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ড্যানিশ রিফিউজি কাউন্সিলের উদ্যোগে চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার কামাল হোসেনকে তাঁর অর্থনৈতিক পুনরেকত্রীকরণের জন্য একটি গাড়ি কেনা বাবদ তিন লাখ ১৮ হাজার ১০৯ টাকার একটি চেক প্রদান করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান তাঁর হাতে চেকটি তুলে দেন। এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও প্রবাসী কল্যাণ শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ব্যবসস্থাপক মো. রাকিব আহসান খান, উপ-ব্যবস্থাপক আতিকুর রহমান নাহিদ এবং চট্টগ্রামের কর্মকর্তা আনিকা তাসনিমসহ বিদেশ ফেরত কামাল হোসেনের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কামাল হোসেন জানান, বিদেশে ভালো চাকুরির প্রলোভন দেখিয়ে নয় লাখ টাকা নিয়ে স্থানীয় এক দালাল টুরিস্ট ভিসায় সিরিয়া হয়ে তাকে জাহাজে করে গ্রীসে পাঠায়। সেখানে কাজ না পেয়ে ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে ডেনমার্কে পৌঁছান। সেখানে তিনি আশ্রয়প্রার্থনা করেন। কিন্তু সেটি মঞ্জুর না হলে তিনি পর্তুগাল চলে যান। ছয়মাস পর আবার ডেনমার্ক চলে আসেন এবং বৈধ কাগজপত্র ছাড়া কাজ করতে থাকেন। পরে ড্যানিশ রিফিউজি কাউন্সিলের সহায়তায় এ বছর দেশে চলে আসেন। দেশে আসার পর ব্র্যাক তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহায়তা দেয়। এরপর কাউন্সিলিং শেষে তাঁর অর্থনৈতিক পুনরেকত্রীকরণের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে তাকে গাড়ি কেনার জন্য অনুদান হিসেবে তাকে তিন লাখ ১৮ হাজার ১০৯ টাকার চেক প্রদাণ করা হয়। কামাল জানান, ব্র্র্যাক থেকে অনুদান হিসেবে পাওয়া অর্থের সঙ্গে নিজের টাকা যোগ করে তিনি একটি গাড়ি কিনবেন এবং সেটি রেন্ট এ কারের মাধ্যমে ব্যবসা পরিচালনার কাজে ব্যবহার করবেন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান ব্র্যাকের এই উদ্যোগকে স্বাগত জাানান। তিনি বলেন, এই গাড়িকে কেন্দ্র করে কামাল হোসেন যেন নতুন জীবন শুরু করতে পারেন। পাশাপাশি বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার কথা বলেন তিনি।
উল্লেখ্য যে, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অভিবাসী কর্মীদের অধিকার সমুন্নত রাখার জন্য সচেতনতা সৃষ্টি; ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরত অভিবাসীদের এয়ারপোর্টে জরুরী সহায়তা ও তাদের পুনরেকত্রীকরনের সুবিধা প্রদান; মানব পাচারের বিরুদ্ধে লড়াই; নিরাপদ, নিয়মিত এবং দায়িত্বশীল অভিবাসনের প্রচার, বিষয়ে কাজ করে আসছে। বিগত ৬ বছরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে ৩১,০০০ ফেরত অভিবাসীকে জরুরী সহায়তা ও ৬০০০ মানসিকভাবে বিপর্যস্ত অভিবাসীকে সাইকোসোশাল কাউন্সিলিং প্রদান করা হয়েছে। পাশাপাশি, ৫০০০ ক্ষতিগ্রস্ত অভিবাসীর অর্থনৈতিক পুনরেকত্রীকরনের লক্ষ্যে ক্ষুদ্র ব্যবসা গঠনের জন্য আর্থিক অনুদান প্রদান এবং ১০,০০০ বিদেশ ফেরত অভিবাসীকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কারিগরি এবং ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়েছে।