
নবীনগরে তিন দিন ব্যাপী কৃষি মেলা-২০২৩ উদ্বোধন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলা-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে এগারোটায় কৃষি মেলার বর্ণাঢ্য র্যালী ও বিভিন্ন স্টল পরিদর্শন শেষে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া-৫) আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল।

উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. সুজিত কুমার দেব, নিয়াজুল হক কাজল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু প্রমুখ।
বক্তারা কৃষি খাতে সরকারের নানামুখী উন্নয়নের চিত্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকদের নিকট তুলে ধরেন।