
অকাল
কবি–মোঃ কামাল হোসেন
ইট পাথরের উন্নয়ন
চাইনা মোরা আর,
পেটে ভাত দাও
করো সমাধান বেকার সমস্যার।
হাজারো যুবতী পতিতা আজ
যুবক নেশায় মাতাল,
স্বাধীনতা আজ অর্থহীন
চলছে দেশে অকাল।
সাহেদ সম্রাট পাপিয়ারা
দেশটা গিলে খাচ্ছে,
প্রশাসন আর আমলারা
পারসেন্টিস পেয়ে নাচ্ছে।
শিক্ষিত যুবক পায়না কাজ
চাকরির বাজার দখলে,
পুষ্টিহীনে হাড্ডিসার
খাদ্য বাজার সিন্ডিকেটের কবলে।
জঙ্গিরা সব এক হয়েছে
দেশের বেহাল দশায়,
খেলবে আবার রক্তের খেলা
ক্ষমতায় যাবার নেশায়।
বেকার সমস্যার করো সমাধান
চাই মোদের অধিকার,
বাঁচতে চাই স্ব-গৌরবে
শপথ বঙ্গবন্ধুর স্বাধীনতার।
নিউজটি পড়েছেন : ১৫৩