শনিবার,১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর উদ্যোগে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান 

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর উদ্যোগে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান 

সবুজ বড়ুয়া(মীররসরাই চট্টগ্রাম)প্রতিনিধি:-  স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর পক্ষ থেকে গরীব অসহায় পরিবারের মেয়ের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অদ্য ২১ জুলাই ২০২৩ইং, শুক্রবার বিকেলে এসোসিয়েশন এর নিজস্ব অফিসে এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদাউস আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এছাড়াও উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর তথ্য বিষয়ক উপদেষ্টা মোঃ আহাদ, সাধারণ সম্পাদক মোঃ তারিফুল ইসলাম তারিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ নাহিদুল হক ইমু, কার্যনির্বাহী সদস্য শাকিল, আকাশ সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের তথ্য বিষয়ক উপদেষ্টা মোঃ আহাদ বলেন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন ২০২১ সালে প্রষ্ঠা লগ্ন থেকে যে ভাবে গরীব অসহায় পরিবারের মেয়ের বিয়ে, চিকিৎসা, শিক্ষা সামগ্রী, বৃত্তি পরীক্ষা, বৃক্ষ রোপণ সহ এই পর্যন্ত নিরলস ভাবে এলাকার জনগণের উন্নয়নের কাজ করে আসছে।
সভা শেষে এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদাউস আলম বলেন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন একটি আর্থসামাজিক গণউন্নয়ন ও সমাজসেবামূলক অরাজনৈতিক সংগঠন, দলমত নির্বীশেষে সকলে মিলে মিশে মানবতার সেবায় এগিয়ে আসুন এবং এই সংগঠনের উন্নয়নের লক্ষ্য পতাকা তলে যোগদান করুণ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email