
মামুরখাইন হরিমন্দির সরকারি মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা বয়স্ক শিক্ষা বিদ্যালয় শুভ উদ্বোধন করেন—-লায়ন সন্তোষ কুমার নন্দী
মোঃমনির(চট্টগ্রাম,আনোয়ারা)প্রতিনিধিঃ- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু কল্যাণ ট্রাস্ট এর পরিচালনায় অনুমোদিত-, মামুর খাইন হরি মন্দির, ,শিশু ও গণশিক্ষা বয়স্ক বিদ্যালয়,
গত ১৪ জুলাই বিকাল ৪টায় উদ্বোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ জনসংযোগ সম্পাদক, আনোয়ার উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি, লায়ন সন্তোষ কুমার নন্দী।সম্মানিত মহান অতিথি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ সভাপতি, নীলকান্ত দাশ বিশু, আনোয়ার উপজেলা গীতাশিক্ষা কমিটির সাধারণ সম্পাদক হারাধন দাশ, প্রধান বক্তা,-পরইকোড়া ইউনিয়ন গীতা শিক্ষা কমিটির সভাপতি, বিশিষ্ট সংগঠক, শিক্ষক উজ্জ্বল কান্তি দাশ, যুগ্ন সম্পাদক রুমন দাশ, সাংবাদিক রূপক কান্তি দাশ অনুপম, মামুর খাইন হরি মন্দিরের সহ-সভাপতি বাসুদেব আইচ ,সাধারন সম্পাদক উজ্জ্বল দাশ, সুব্রত দাশ, কোষাধ্যক্ষ উত্তম কুমার গুহ, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন নন্দী, অগ্রগামী ক্লাবের সভাপতি নেপাল আইচ, সহ-সভাপতি যীশু দাশ, সাধারণ সম্পাদক ,রাজীব নন্দী,রিংকেল গুহ, সুনীল আইচ, ডাবলু মল্লিক, বিদ্যালয় প্রধান শিক্ষক বাবলু মহাজন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলোক গুহ, ও ছাত্র, ছাত্রী , অভিভাবক বৃন্দ,উপস্থিত ছিলেন।
বিদ্যালয় টি অনুমোদন দেওয়ায় মাননীয় ভূমি মন্ত্রী, হিন্দু কল্যাণ ট্রাস্ট এর কেন্দ্রীয় ভাইচ চেয়ারম্যান, চট্টগ্রাম উপ-পরিচালক মহোদয় কে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিউজটি পড়েছেন : ৩১৪