
ওয়ার্ল্ড পিচ ইথিকস কনটেস্ট ও হলদিয়া কুঞ্জবন বৌদ্ধ বিহারের যৌথ আয়োজনে বৌদ্ধ ধর্মীয় বৃত্তি,ধর্মীয় বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃআব্দুল্লাহ(রাউজান চট্টগ্রাম)প্রতিনিধিঃ- ওয়ার্ল্ড পিচ ইথিকস কনটেস্ট ও রাউজান ১নং ইউনিয়নের হলদিয়া কুঞ্জবন বৌদ্ধ বিহারের যৌথ আয়োজনে বৌদ্ধ ধর্মীয় বৃত্তি,ধর্মীয় বই বিতরণ ও বিশেষ আলোচনা সভাটি গত ১৪ জুলাই শুক্রবার বিকাল ৩ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হলদিয়া কুঞ্জবন বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ পরম পূজনীয় ভদন্ত শান্তজ্যোতি ভিক্ষু মহোদয়।
উক্ত শুভময় আলোচনা সভায় প্রধান অতিথি তো করেন বৌদ্ধ ধর্মীয় প্রতিরূপ দেশ থাইল্যান্ডের মেয়র মিস্টার ওয়ারিট চারুনগুপল ও মিস্টার পারিনিয়া জিমসুমানিরাম (থাইল্যান্ড )
প্রধান কল্যাণমিত্র হিসেবে উপস্থিত ছিলেন,ডক্টর মিথিলা বড়ুয়া,যুগ্ম সচিব ওয়ার্ল্ড এলায়েন্স অব বুড্ডিস্ট ও অ্যাম্বাসেডর ও ইনচার্জ বাংলাদেশ,ওয়ার্ল্ড পিচ ইথিকস ক্লাব।
ডক্টর সবুজ বড়ুয়া, ভাইস প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড এলায়েন্স অব বুড্ডিস্ট ও কো-অর্ডিনেটর, ওয়ার্ল্ড পিচ ইথিকস ক্লাব।
ধর্মীয়বৃত্তি নির্দেশনামুলক আলোচনায় অংশ গ্রহণ করেন ওয়ার্ল্ড পিস ইথিকস ক্লাব এর প্রধান সমন্বয়কারী অধ্যাপক আনন্দ বড়ুয়া( অবসর)
বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন, লায়ন বাবু অনুত্তর বড়ুয়া, সম্পাদক বাবু সুমন বড়ুয়া (দৈনিক শুভেচ্ছা প্রতিদিন),সমাজসেবী বাবু সুশীল বড়ুয়া,
পঞ্চশীল প্রার্থনা অংশগ্রহণ করেন, ফটিকছড়ি ধর্মপুর নিবাসী শিক্ষক বাবু রুবেল বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে বলেন(অনুবাদক মিথিলা বড়ুয়া )বাংলাদেশের শিশুরা অনেক ধৈর্যশীল, আমি বাংলাদেশের শিশুদেরকে ভালোবাসি। তারা অনেক ধৈর্য সহকারে অনুষ্ঠানে বসে থাকে কিন্তু আমাদের থাইল্যান্ডি শিশুরা কিছুক্ষণ বসার পরে এলোমেলোভাবে চলে যায়। আমি তাদের দীর্ঘায়ু কামনা করছি।তিনি আরো বলেন, বাংলাদেশি লোকেরা
ধর্ম পরায়ন আমাদের থাইল্যান্ডের এরকম সুন্দর ও ধৈর্যশীল ভাবে ধর্ম কম করেন।

পরিশেষে দানশীল ব্যক্তিত্ব লায়ন বাবু অনুত্তর বড়ুয়ার আয়োজনে সত্বারনদীতে প্রাণী অবমুক্ত করণের পর অনুষ্ঠানটি পরিসমাপ্তি হয়।