
স্বর্গীয় নীরদ বরণ চৌধুরীর ৩৫ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা
শংকর(বোয়ালখালী চট্টগ্রাম)প্রতিনিধিঃ– আজ ১৩ জুলাই সকাল ১২ ঘটিকায় শাকপুরা শ্রীঅরবিন্দ উচ্চ বালিকা বিদ্যাপীঠ ও শ্রীঅরবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানদ্বয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় নীরদ বরণ চৌধুরীর ৩৫ তম মৃত্যুবার্ষিকী স্মরণে প্রকৌশলী হৃষিকেশ চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ বিজয় শংকর চৌধুরী, বিশেষ অতিথি সজল কান্তি চৌধুরী, ইউপি সদস্য সাদেক হোসেন খোকা, প্রধান শিক্ষক লিটন কুমার চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক দীপেন চক্রবর্তী, সি.শিক্ষক রূপ্না দত্ত বক্তব্য রাখেন, সংগীত পরিবেশন করেন অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষিকা সংগীতা চৌধুরী, উপস্থিত ছিলেন কমিটির সদস্য স্নেহাশিস চৌধুরী, শিবু দাস, এ্যানী আচার্য, প্রাথমিকের প্রধান শিক্ষিকা সুমি পাল, সুনীল কান্তি নন্দী,কামরুল হাসান,
জাহেদ বেগম, শেফু ধর, ফৌজিয়া খাঁন, উর্মি চৌধুরী, পুনম দাশ,শান্তা দত্ত ছাত্রীদের মধ্যে সংগীত পরিবেশন করে স্নেহাশ্রী চৌধুরী ও তার দল,মোহনা দাশ,টিসা চৌধুরী, শ্রীজা দাশ,জৈশী,বৈশাখী আচার্য প্রমুখ।সঞ্চালনায় ছিলেন শিক্ষক রূপক কান্তি বসু।
নিউজটি পড়েছেন : ৩১৩