
বাউফলে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা -২২ ও সনদ বিতরণ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ-শিশুরা থাকবে হাসিতে, শিশুরা থাকবে খুশিতে।তৃণমূল স্তর থেকে শিশুদের প্রতিভা অন্বেষণ করা ও প্রতিভার বিকাশ ঘটানোর উদ্দেশ্য করে পটুয়াখালীর বাউফলেও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা-২০২২ ও সনদ বিতরণ করা হয়।
বাংলাদেশ শিশু একাডেমীর সবচেয়ে বিখ্যাত কার্যক্রম হল জাতীয় শিশু পুরস্কার। প্রতিযোগিতাটি ১৯৭৮ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে।সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক ৬২ টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়, জেলা পর্যায় এবং আঞ্চলিক স্তর অতিক্রম করে প্রতিযোগীরা জাতীয় স্তরে আসে। এই প্রতিযোগিতায় প্রতি বছর ৩ লাখ শিশু তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন ও সূধীবৃন্দ।
এ প্রতিযোগিয় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কবিতা আবৃতি, রবিন্দ্র সংগীত, নজরুল গীতি, নৃত্যসঙ্গীত, লোক সঙ্গীতসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।