
আদিতমারী প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে স্কুলে মিল্ক ফিডিং এর শুভ উদ্বোধন
আদিতমারী( লালমনিরহাট)প্রতিনিধিঃ- গত ১২ জুলাই বুধবার আদিতমারী প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে গোবর্ন্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক- প্রাথমিক, ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মিল্ক ফিডিং এর শুভ উদ্বোধন করেন
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জি. আর সরোয়ার।
প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ মহোদয় বলেন অতিতের কোন সরকার শিশুদের নিয়ে ভাবেনি। শিশুর পুষ্টি নিয়ে একমাত্র আওয়ামী লীগ সরকার চিন্তা ভাবনা করেন।
তিনি আরও বলেন আওয়ামী লীগ সরকার দেশ ও মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তারেই প্রেক্ষিতে স্কুলের সারাদেশে ৩০০ স্কুলে মিল্ক ফিডিং চালু করা হচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব স্বপন চন্দ্র সরকার বলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের আওতায় সারাদেশে স্কুল মিল্ক ফিডিং চালু হয়েছে। তারেই প্রেক্ষিতে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্ন্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণির মোট ২০৫ জন শিক্ষার্থীদের প্রতিদিন ২০০ মিলি. করে দুধ পান করবে।