
রাজশাহীর দুর্গাপুর যাতায়াতের রাস্তা অবরোধ ও বন্ধ করেছেন স্থানীয় প্রভাবশালী
দুর্গাপুর( রাজশাহী) প্রতিনিধিঃ-রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মধ্যপাড়ায় বাসা হতে বের হতে দিবে না বলে প্রভাবশালী দ্বারা রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে।
৬ জুলাই বৃহস্পতিবার সকালে ঘটনা স্থলে গেলে দেখা যায়, মঙ্গলপুর গ্রামের মধ্যপাড়ার আঃ আজিজ, আজাদ, রানা, রিমন, রিতা বেগম তারই প্রতিবেশী
আঃ রহমান ( আদু মন্ডল) মুঞ্জুরুল ইসলাম ( আঃ রহমান) এর বাড়ির সামনের রাস্তা শ্রমিক দ্বারা মাটি কেটে গর্ত বানিয়ে রাস্তা নষ্ট করেছেন।
এবিষয়ে জানতে চাইলে, মুঞ্জুরুল বলেন,
আমার বাসা হতে বের হতে দিবে না বলে বারবার গেটের সামনে বাশের বেড়া দেয়, পরবর্তীতে দুর্গাপুর থানা পুলিশের সহায়তায় রাস্তা খুলে দেয়।
কিন্তু হঠাৎ করে আজ ৬ জুলাই বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গেটের সামনে গর্ত খুঁড়ছে যার কারনে আমি দুর্গাপুর থানা গিয়ে অভিযোগ করি। আপনারা এখন দেখতেই পাচ্ছেন পুলিশ এসেছেন।
তিনি বলেন, আমাদের দাদার সম্পত্তি ন্যায্য দাবি করলে আজিজ, আজাদ সহ তাহার ভাই ভাতিজারা বারবার এমন করে রাস্তা অবরোধ করে, আমি গরিব ও অসহায় বলে এমন করে তারা, এই নিয়ে গ্রামীণ মেম্বার সহ গন্যমান্য লোকজন নিয়ে মীমাংসার জন্য বাসা হয়েছিলো তারা আগামি ১৫ দিন পর সবার কাগজ সহ বসার তারিখ রয়েছে কিন্তু হঠাৎ এরা আমার বাসার সামনে এভাবে গর্ত খুঁড়ে রাস্তা অবরোধ করে।
ঘটনাস্থলে দুর্গাপুর থানার সেকেন্ড অফিসার এসআই আঃ রাজ্জাকসহ স্থানীয় ইউপি সদস্য আকরাম বিষয়টি মিমাংসার জন্য সকাল হতে তাদের সাথে কথা বলেন, এক পর্যায়ে দুই পরিবার সমঝোতায় আসেন।
কিন্তু পুলিশ সহ অন্যরা ঘটনাস্থল ত্যাগ করলে আজিজ আবারও তাদেরই অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে জানান মুঞ্জুরুল।