শুক্রবার,২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আদিতমারী(লালমনিরহট)প্রতিনিধিঃ-লালমনিরহাট আদিতমারী উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে শামীম বাবু (১৮) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (৫ জুলাই) বিকেলে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন সলেডি স্প্যার বাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি ওই এলাকার গোবর্দ্ধন পশ্চিমপাড়া গ্রামের শামছুল হকের নাতি।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নানা শামছুল হকের বাড়িতে থাকেন শামীম বাবু।

বুধবার বিকেলে বাড়ির পাশের তিস্তা নদীর ধারে গোসলে যান। এ সময় স্থানীয় প্রতিবন্ধী এক কিশোরীও নদীর ধার দিয়ে যাচ্ছিল।
কৌশলে ওই কিশোরীকে ডেকে নিয়ে তিস্তার বাম তীররক্ষা বাঁধের বালু ভর্তি বস্তার সারির আড়ালে নিয়ে ধর্ষণ করে শামীম বাবু। বিষয়টি দূর থেকে স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে গিয়ে কিশোরীকে উদ্ধার করে। এসময় পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ধর্ষক শামীম বাবুকে আটক করে এলাকাবাসী।

পরে আদিতমারী থানায় খবর দিলে পুলিশ গিয়ে ধর্ষক শামীম বাবুকে আটক করে এবং নির্যাতিত তরুণীকে উদ্ধার করে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, স্থানীয়দের দেওয়া খবরে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। নির্যাতিত প্রতিবন্ধী তরুণীর কাছে ঘটনার বর্ণনা শুনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email