রবিবার,২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কালাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ও বৃক্ষ রোপন কর্মসূচি

কালাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ও বৃক্ষ রোপন কর্মসূচি

কালাই,জয়পুরহাট প্রতিনিধিঃ-জয়পুরহাটের কালাই প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত (ওসি) ওয়াসিম আল বারীর মতবিনিময় সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জুন) বেলা ১১ টায় কালাই প্রেসক্লাব চত্বরে বৃক্ষরোপণ শেষে এ মতবিনিময় সভায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী সাংবাদিকদের সাথে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন।

ওয়াসিম আল বারী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, চাঁদাবাজি, কিশোর গ্যাংক, দাদন ব্যবসায়ী এবং ভূমি ভূমিদস্য সহ নানা অসামাজিক কাজ বন্ধ হবে। তাই এসব বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় কালাই প্রেসক্লাবের সভাপতি শাহারুল আলম এর সঞ্চালনায়  সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সেক্রেটারি এটিএম সেলিম সরোয়ার,  জয়েন্ট সেক্রেটারি তানভিরুল ইসলাম রিগান, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান নয়ন, নির্বাহী সদস্য মিজানুর রহমান,  আবদুন নূর নাহিদ, মাহফুজার রহমান, জাহিদুল ইসলাম ও সদস্য ফারুখ হোসেন এবং রাব্বিউল হাসান রমি।
এ ছাড়াও ঢাকা ক্যানভাস এর জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম (জাহিদ), মানব কন্ঠ এর কালাই উপজেলা প্রতিনিধি তাহরিম আল হাসান, মানবজমিন এর কালাই উপজেলা প্রতিনিধি সউদ আবদুল্লাহ, বাংলাদেশ সমাচার এর কালাই উপজেলা প্রতিনিধি মোকাররম হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
পরে নবাগত ওসি’কে  কালাই প্রেসক্লাবের পক্ষে
সংবর্ধনা দেয়া হয় এবং কালাই এর সামগ্রিক বিষয়ে তথ্য আদান-প্রদানের সহযোগিতা করার কথা জানানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email