সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটের কালাইয়ে স্বামীর হাতে স্ত্রী খুন

জয়পুরহাটের কালাইয়ে স্বামীর হাতে স্ত্রী খুন

কালাই(জয়পুরহাট) প্রতিনিধিঃ-জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রী আয়শা বেগম (৫০) কে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে । এ ঘটনায় নিহতের স্বামী মুসলিম সোনার (৭০) পলাতক রয়েছে ।
শনিবার (২৪ জুন) সকালে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।খুন হওয়া আয়েশা একই এলাকার কাদিপুর সোনার পাড়া গ্রামের স্বামী মুসলিম সোনারের স্ত্রী ৷
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আয়েশা ও তার স্বামী এক সংঙ্গে মাঠে মাটি কাটার কাজ করতে যায়। এক পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে হাতে থাকা কোদাল দিয়ে স্বামী তার স্ত্রীর মাথায় আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ সংবাদ পেয়ে কাদিপুর এলাকার ধানক্ষেতের মাঠ থেকে আয়েশা বেগমের মাথায় আঘাত ও রক্তাক্ত মাখা লাশ উদ্ধার করে।
আয়শা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এ ঘটনায় নিহত আয়শা বেগমের ছেলে রাশিদুল ইসলাম বাদী হয়ে পিতা মুসলিম সোনার এর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানায় ওসি ওয়াসিম আল বারী।
নিহতের ছেলে রাশেদুল ইসলাম বলেন, আমার বাবা একজন বদমেজাজি স্বভাবের লোক। কথায় কথায় বাবা আমার মাকে মারপিট করে। আমি নিজেই বাদী হয়ে বাবার বিরুদ্ধে হত্যা মামলা করছি। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email