শুক্রবার,২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

নাগেশ্বরীতে মহিদেব প্রকল্প অর্থায়নে হাসনাবাদ ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে নগদ টাকা অর্থায়ন

নাগেশ্বরীতে মহিদেব প্রকল্প অর্থায়নে হাসনাবাদ ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে নগদ টাকা অর্থায়ন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা তে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি সি,এন,বি, প্রকল্পের অর্থায়নে ১৭ জন সদস্য, হত দরিদ্র পরিবারের মাঝে ১৭০০০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। যাদের ঘরে ১০ থেকে ১৫ বছরের মেয়ে সন্তান আছে টাকার অভাবে পরাশুনা করাতে পারছে না তাদের নাম যাচাই বাছাই করে তালিকা তৈরি করা হয়েছে,,, যাতে করে এই টাকা দিয়ে,, হাস,মুরগী, ও ছাগল পালন করে প্রতিটি পরিবার স্বাবলম্বী হয় । ২, নং ওয়ার্ডের মোছাঃ সাহিদা খাতুন বলেন হামরা এই সময়ে ১৭০০ হাজার করে টাকা পাইছি, হামরা অনেক খুশি, হামরা এই টাকা দিয়ে ছোয়া পোয়াক মানুষ করার চেষ্টা করমো ৩, নং ওয়ার্ডের মোছাঃ মল্লিকা বেগম বলেন আমার নাম দিছে আমি যানি না, অনেক কস্টে আমার সংসার চলে আমরা দিন আনি দিন খাই টাকা পয়সার অভাবে বাচ্চা কাচ্চা পরাশুনা করাতে পাচ্ছি না,,, আমার মেয়ে দিন দিন বড় হচ্ছে ১৭০০০ হাজার টাকা নগত পাইছি এই টাকা দিয়ে,, হাস,মুরগী ও ছাগল পালন করে টাকা জমিয়ে মেয়ে কে বিয়ে দিবো
প্রকল্প ফিল্ড ফেচিলেটর মোছা:মুক্তা পারভীন বলেন, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি বাংলাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে, তারে ধারাবাহিকতায় স্বচ্ছ তালিকা প্রনয়ন করে আজ ২ও ৩ নং ওয়ার্ডে ১৭ জন পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হলো

এ সময় উপস্থিত ছিলেন, হাসনাবাদ ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান সরকার,
প্রকল্প ফিল্ড ফেচিলেটর মোছা:মুক্তা পারভীন
হাসনাবাদ ইউনিয়ন মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সভাপতি ডাঃ মোঃ সাইদুল ইসলাম ১,২,৩, নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email