সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর মৃত্যুর ঝুঁকি হ্রাস করে -> এ টি এম পেয়ারুল ইসলাম 

ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর মৃত্যুর ঝুঁকি হ্রাস করে -> এ টি এম পেয়ারুল ইসলাম 

 
নিউজ ডেক্সঃ-  সারা দেশের ন্যায় আজ ১৮ জুন চট্টগ্রামেও অনুষ্টিত হলো দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন-২০২৩। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট পরিচালিত জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর মৃত্যুর ঝুঁকি হ্রাস করে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধ এবং মানব শরীরে ভিটামিন এ ঘাটতি পূরণ করে। শিশুদের ভিটামিন ‘এ’- এর আওতায় আনার মাধ্যমে এটি সারা জীবনের জন্য উপকারী ভূমিকা রাখে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে শিশু মৃত্যুর হার কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন তার মধ্যে অন্যতম হচ্ছে নিয়মিত দেশে প্রত্যেকটি অঞ্চলে জেলা,উপজেলা,ইউনিয়ন,পৌরসভা ও মহানগর পর্যায়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন পরিচালিত করে যা পুরোবিশ্বে প্রশংসিত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে স্বাস্থসেবা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারি নির্দেশনা মোতাবেক ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন সফল ও কোন শিশু যাতে এই ক্যাম্পেইনের আওতা থেকে বাদ না যায় সে লক্ষ্যে সকলকে নিজ-নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল হাম ও ডায়রিয়াজনিত রোগের মৃত্যুর হার হ্রাসসহ সকল ধরণের মৃত্যুর হার হ্রাস করে।
সকাল ৯.৩০ মিনিটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্ধোধন করেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টর সাধারণ সম্পাদক মো: আসলাম খান, কার্যকরী পর্ষদ সদস্য মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল, হাসাপাতালের ইনচার্জ মোঃ সেলিম আহমেদ, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফদৌল্লা সুজনসহ যুব সেচ্ছাসেবকরা।

জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন চলাকালীন সময়ে কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email