শনিবার,১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এ সরকারের পতন ঘটাতে হবে—-মীর মোহাম্মদ নাছির উদ্দিন

আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এ সরকারের পতন ঘটাতে হবে—-মীর মোহাম্মদ নাছির উদ্দিন

ডেস্কঃনিউজ-  বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে আহ্বায়ক কমিটির বর্ধিত সভা আজ ১৭ জুন বিকেল ৩টায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এডভোকেট মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জালাল মজুমদার ও হারুনুর রশিদ।
প্রধান অতিথি মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, দল এখন সংগঠিত। বিএনপির চলমান আন্দোলন অচিরেই এক দফার আন্দোলনে পরিণত হবে।এই আন্দোলনে নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটানোর আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে গোলাম আকবর খোন্দকার বলেন, হামলা দিয়ে মামলা করে ও গ্রেপ্তার করে আন্দোলন স্তব্ধ করা যাবে না। এই সরকার আবারও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে চায। তিনি  বেগম খালেদা জিয়ার মুক্তি ও গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য নেতা কর্মীদেরকে  আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।
প্রধান বক্তা সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন জনগণ রাজপথে নেমেছে। গনতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণ ও নেতা কর্মীরা রাজপথ ছাড়বে না।
সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম,অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাহ উদ্দিন,নুর মোহাম্মদ, নুরুল আমিন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,কাজী সালাউদ্দিন,কর্ণেল ( অব) আজিমুল্লা বাহার,ডাঃ খোরশেদ জামিল, অধ্যাপক আজম খাঁন,এড আবু তাহের, আব্দুল আউয়াল, জসিম শিকদার, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, শাহিদুল ইসলাম চৌধুরী,আবু আহমেদ হাসনাত , আনোয়ার হোসেন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email