সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Training on “Successful Adjudication of legal Aid and Money Laundering Cases’

Training on “Successful Adjudication of legal Aid and Money Laundering Cases’

নিউজ ডেস্ক:- অদ্য ১৭/৬/২০২৩ চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত Training on “Successful Adjudication of legal Aid and Money Laundering Cases’ বিষয়ে দিন ব্যাপী কর্মশালায় মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগের মাননীয় বিচারপতি বলেন “অসহায়, অসচ্ছল সহায় সম্বলহীন মানুষের সাংবিধানিক অধিকার বাস্তবায়নের জন্য সরকার কর্তৃক আইনগত সহায়তা প্রদান সংস্থ্য প্রতিষ্ঠা করা হয়েছে। আইনের চোখে সমতা ও আইনের আশ্রয় লাভের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে আইনি সেবা প্রদান বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে জনসচেতনতা সৃষ্টিতে লিগ্যাল এইড প্যানেল আইনজীবীদের ও অর্থ পাচার রোধে সরকারি কৌসুলিদের সাহসী ভূমিকা পালন করতে হবে”এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ১৭ জুন, ২০২৩ খ্রি. চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা নিয়ে এইড কমিটি চট্টগ্রামের বিজ্ঞ প্যানেল আইনজীবী এবং চট্টগ্রামের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অংশগ্রহণে Training on “Successful Adjudication of legal Aid and Money Laundering Cases শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের মাননীয় বিচারপতি জাহাঙ্গীর হোসেন মহোদয়। National Center for State Courts (NCSC) ও জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রাম কর্তৃক দিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রামের মাননীয় চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব ড. আজিজ আহমদ ভূএ এর সভাপতিত্বে এবং লিগ্যাল অফিসার National Center for State Courts (NCSC) সোফিয়া হাসিন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাননীয় মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছা, মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার বিজ্ঞ জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ নাজিম উদ্দিন, বিজ্ঞ মহানগর পিপি জনাব আব্দুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এস এম বজলুর রশিদ মিন্টু, NCSC- Bangladesh এর লিগ্যাল ম্যানেজার আবু ওবায়দুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন যুগ্ম জেলা জজ জনাব মোহাম্মদ খাইরুল আমীন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) জনাব মুহাম্মদ ইব্রাহীম খলিল প্রমূখ। দিনব্যাপি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র প্রদান করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email