
আবহাওয়ার পূর্বাভাস
আজ (১৭/০৬/২০২৩ খ্রিঃ তারিখ) সন্ধ্যা ০৬ টা হতে আগামীকাল (১৮/০৬/২০২৩ খ্রিঃ তারিখ) সন্ধ্যা ০৬ টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী
এলাকা সমূহের জন্য আবহাওয়ার স্থানীয় পূর্বাভাসঃ
আবহাওয়াঃ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে; কক্সবাজার, বান্দারবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝাড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রাঃ রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বাতাসের নিক ও গতিবেগঃ দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক হতে ঘণ্টায় ১০-২০ কি. মি. বেগে যা দমকা/ঝড়ো হাওয়ার আকারে ৪০-৫০ কি.মি. অথবা তারও অধিক বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমান (বিকাল ০৩ টা পর্যন্ত) = ১৪.০ মি.মি. (পতেঙ্গা) ও ৪৭.০ মি.মি. (আমবাগান)। আজকের ( 29/5 / 2029 খ্রিঃ তারিখে) সর্বোচ্চ তাপমাত্রাঃ ৩২,০° সেঃ (যা স্বাভাবিকের চেয়ে ০.৫° সেঃ বেশি)।
সর্বনিম্ন তাপমাত্রাঃ 29.9 ^ prime prime সেঃ (যা স্বাভাবিকের চেয়ে ২.১° সেঃ বেশি)।
আগামীকাল (১৮/০৬/২০২৩ খ্রিঃ তারিখ)
সূর্যোদয়ঃ ভোর ০৫টা ০১ মিনিট। সূর্যান্তঃ সন্ধ্যা ০৬টা ৩৯ মিনিট।
আগামীকাল (১৮/০৬/২০২৩ খ্রিঃ তারিখ) কর্ণফুলী নদীর জোয়ার-ভাটার সময় সূচীঃ
১ম ভাটা শুরু রাত ১২ টা ৪১ মিনিট উচ্চতাঃ ৪,৩৫মিটার
১ম জোয়ার শুরু সকাল ০৭ টা ০৭ মিনিট উচ্চতাঃ ০.৬৯ মিটার
২য় ভাটা শুরু দুপুর ১২ টা ৫৪ মিনিট,উচ্চতাঃ ৪.৮৪ মিটার
২য় জোয়ার শুরু রাত ০৭ টা ৪৮ মিনিট,উচ্চতাঃ ০.৭৪ মিটার
চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য সতর্কবানীঃ নাই।
এবং চট্টগ্রাম নদী বন্দরের জন্য সতর্কবানীঃ ০১ (এক) নম্বর নৌ-সতর্ক সংকেত।