রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সাংবাদিকের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে আগুনলক্ষাধিক টাকার ক্ষতি

রূপগঞ্জে সাংবাদিকের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে আগুনলক্ষাধিক টাকার ক্ষতি

রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-:স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির রূপগঞ্জ ও পূর্বাচল প্রতিনিধি রিপন মিয়ার মালিকানাধীন গোয়ালপাড়া এলাকার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে আগুনে লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। গতকাল ১৭ জুন শনিবার দুপুরে এ আগুনের ঘটনা ঘটে। সাংবাদিক রিপন মিয়া জানান, ব্যবসায়িক বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার মালিকানাধীন প্রতিষ্ঠানে আগুন দিয়েছে। পুলিশ জানায়,রূপগঞ্জ উপজেলার গোয়ালপাড়া এলাকায় রিপন এন্টারপ্রাইজ নামীয় প্রতিষ্ঠানের কার্যালয়ে ও শ্রমিকদের থাকার ঘরে আগুন লাগে। পূর্বাচল ফায়ার সার্ভিসের কর্মকর্তা আহসান হক কবিরের নেতৃত্বে দুই ইউনিটের কর্মীরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ বলেন,ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে৷

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email