
নির্ঝর
ফারজানা আফরোজ
তব রূপে মরি মরি,তব রূপে মরি
যেন আজি প্রাণ পেল এই চূড়াখানি।
বাঁশি যেন বেজে ওঠে ঝরনারও সুরে
ফুল যেন ফোটে বনে,তব ছোঁয়া পেয়ে।
সহস্র বছর ধরে এ ধারা ছোটে,
সৃজনও ছন্দে নীল সাগরের ও পানে।
তব রূপে মরি মরি,তব রূপে মরি।
যেন আজি প্রাণ পেল এই চূড়া খানি।
তব রূপে মরি মরি, তব রূপে মরি
যেন আজি প্রাণ পেল, এই চূড়া খানি।
রাঙা সকাল,গোধূঁলির রং মাখামাখি,
যেন চন্দ্রচূড়া থেকে নামা কোন ছবি।
শিলা মাঝে ঢাকা পড়ে কত শৈবাল,
পাহাড়ি ঝরনার অপরূপ সাজ।
তব রূপে মরি মরি, তব রূপে মরি
যেন আজি প্রাণ পেল এই চূড়া খানি।

তব রূপে মরি মরি, তব রূপে মরি
যেন আজি প্রাণ পেল, এই চূড়া খানি।
দক্ষিণ সমীরণ বয়ে গেল বুঝি,
শীতল পরশে মন গেল ভরি।
আধো আলো,আধে ছায়া,নির্ঘুম চাঁদ,
তারই কোলাহলে আমি নির্ঘুম রাত।
নিশাচর মন আজ যেন মহাকাল।
তব রূপে মরি মরি, তব রূপে মরি
যেন আজি প্রাণ পেল এই চূড়া খানি।
নিউজটি পড়েছেন : ২৭৭