বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএলএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও  বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাধারন সম্পাদক এর সংবর্ধনা

 বিএলএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও  বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাধারন সম্পাদক এর সংবর্ধন

নিজস্ব প্রতিনিধিঃ– রেল অঙ্গনের অবিসংবাদিত শ্রমিক নেতা বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোঃ মজিবুর রহমান  ও বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয় (রেজি-নং-বি-১৮৭৮)।সাধারন সম্পাদক এর সংবর্ধনা

অদ্য ১২ জুন সোমবার বিএলএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চট্টগ্রাম পৌচালে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি-নং-বি-১৮৭৮)চট্টগ্রামের নেতৃবৃন্দ তৎক্ষণাৎ সংবর্ধনা আয়োজন করেন।

রানিং স্টাফদের ৭৫% মাইলেজ যোগে আনুতোষিক ও পেনশন নিষ্পত্তির আদেশ জারি।১১ জুন ২০২৩ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলমন্ত্রী জনাব নুরুল ইসলাম সুজন মহোদয়ের কাছ থেকে আদেশটি গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি (রেজিঃ বি-১৮৭৮) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সর্বস্তরের রানিং স্টাফদের অবিসংবাদিত নেতা জনাব মোঃ মজিবুর রহমান ভাই। এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. হুমায়ুন কবির মহোদয়, অত্র সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সাইদূর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এম এম শাহেদ আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মীর এবিএম শফিকুল আলম সহ রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

মোঃ মজিবুর রহমান ভাই অত্র সংগঠন ও সকল রানিং স্টাফদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে, মাননীয় রেল সচিব মহোদয়কে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মাননীয় মহাপরিচালক জনাব কামরুল আহসান মহোদয় সহ রেলওয়ের যান্ত্রিক বিভাগের সকল কর্মকর্তাদের প্রতি যাদের আন্তরিক প্রচেষ্টায় আজ এই সমস্যার সমাধান হলো।

সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভাই লোকো রানিং স্টাফ, গার্ড, টিটিই সহ সকল রানিং স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন ঐক্যবদ্ধ সংগ্রামের জন্য। ধন্যবাদ জানিয়েছেন রেলওয়ের সকল ট্রেড ইউনিয়নের প্রতি তাদের আন্তরিক সমর্থন ও সহযোগিতার জন্য। বিশেষ করে বিএলএফ নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান।
উক্ত অনুষ্ঠানে রেলওয়ে রানিং স্টাপ কর্মচারী ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও উপস্হীত চিলেন বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল, চট্টগ্রাম মহানগর সভাপতি নুরুল আবছার তৌহিদ, সাধারন সম্পাদক ও শ্রম আদালত সদস্য আবু আহম্মদ মিঞা, যুগ্ম-সাধারন সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএলএফএর প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, জেলা যুব কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এম এম ইউ হেলাল, সাধারন সম্পাদক মোহাম্মদ হানিফ, হকার্স ফেডারেশনের যুগ্ম-সাধারন সম্পাদক মাইন উদ্দিন, ইমাম উদ্দিন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email